নালিতাবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পৌর শহরের গড়কান্দা চৌরাস্তা মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ারেজ মোহাম্মদ কলিমুল্লাহ টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, আবদুল আলিম, সুজন, আলমাছ সিদ্দিকী, যুবদলের সদস্য রাসেল ও  শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক, জুবায়ের আল জাফর তালাশ, আবদুল মতিন প্রমুখ।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার আদায়ে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
 
এ সময় যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।