দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় মহিলা দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বরা হয়, সুমাইয়া আলমের বিরুদ্ধে উত্থাপিত একাধিক সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে দলীয় শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার স্বার্থে তার দলীয় পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে আরও উল্লেখ করা হয়, দলীয় সংগঠনের মূল্যবোধ, শৃঙ্খলা ও গঠনতান্ত্রিক নিয়ম অমান্য করার অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দলের কেন্দ্রীয় দপ্তর সূত্র নিশ্চিত করেছে, আদেশটি জারি হওয়ার পর থেকেই তা অবিলম্বে কার্যকর হয়েছে। একই সঙ্গে জানানো হয়, অভিযোগটির বিষয়ে পরবর্তী তদন্ত ও প্রতিবেদন প্রাপ্তির ভিত্তিতে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্রমতে, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মহিলা দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করছে। এই পরিপ্রেক্ষিতেই সুমাইয়া আলমের বিরুদ্ধে গৃহীত সাময়িক স্থগিতাদেশকে কেন্দ্রীয় নেতৃত্ব একটি প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা হিসেবে দেখছে।