গোমস্তাপুর সীমান্তে নারী-শিশুসহ ১৭ বাংলাদেশিকে পুশ ইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বুধবার (১৫ জানুয়ারি) ভোরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা মূলত খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ব্যক্তিরা অবৈধভাবে দেশে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিরা জীবিকার তাগিদে অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। ভারতের আগ্রা কারাগারে তিন বছর সাজা ভোগ করার পর ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফ তাদের জোরপূর্বক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।