২০ বছর পর তারেক রহমানের নওগাঁয় আগমন, জেলা জুড়ে উৎসবের আমেজ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকী। সার দেশে নির্বাচনি প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় তারেক রহমান আগমন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এটিম মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তার এই আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মাঝেও বইছে উৎসবের আমেজ।

তার এই আগমনে নওগাঁবাসীর পাশাপাশি পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা সহ বগুড়া জেলার আদমদিঘী, দুপচাচিয়া উপজেলা সহ এবং নাটোর জেলার নেতাকর্মী এবং সাধারণ মানুষের  মাঝেও  উৎসবের আমেজ লক্ষণীয়।  

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন বলেন, ‘দীর্ঘ ২০ বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। নওগাঁর উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন, তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে।’

তার আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা ঈদের মতো আনন্দ উপভোগ করছে। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে । তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি প্রায় ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে।

উল্লেখ্য, তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহী সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দিবেন এবং নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন।