ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রস্তুত: ডিআইজি রেজাউল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনকালীন দায়িত্বে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা শৈথিল্য বরদাশত করা হবে না।

বুধবার (২৮ জানুয়ারি) গাজীপুর পুলিশ লাইন্স পরিদর্শন এবং জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সকালে ডিআইজি গাজীপুর পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং জেলা পুলিশের একটি দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

কল্যাণ সভায় ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী জাতিকে ইতিহাসের সেরা একটি নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কেউ যদি নির্বাচনকে কেন্দ্র করে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই সততা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সভা শেষে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন এবং জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

FJ
আরও পড়ুন