চাঁপাইনবাবগঞ্জে বেশির ভাগ শিক্ষার্থী চাহিদা অনুযায়ী বই না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
এর মধ্যে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং মাধ্যমিকের সপ্তম শ্রেণির বই বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত বেশ কিছু শিক্ষার্থী। তবে যেসব শিক্ষার্থী বছরের প্রথম দিন নতুন বই পায়নি তারা কিছুটা মন খারাপ করেছেন।
তবে জেলা প্রাথমিক শিক্ষার কর্তৃপক্ষ জানিয়েছে যে যারা বই পাইনি আগামী ১৫ দিনের মধ্যে তাদের হাতে বই তুলে দেওয়া হবে
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী জানান, প্রাথমিকের ৮০ শতাংশই বই পেয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বাকিরা বই হাতে পাবে।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এখন পর্যন্ত শুধুমাত্র সপ্তম শ্রেণির বই বিতরণ করা হয়েছে। এ বছর জেলায় বইয়ের চাহিদা রয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৭৬৭ এর বিপরীতে বই এসেছে ৭৯ হাজার ৮৪২টি। তবে বাকি শ্রেণির বই কবে আসবে তা জানাতে পারেননি তিনি।