রাজশাহী রেলস্টেশনে হামলার মূলহোতা চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের মূলহোতা সুমন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ক্ষুদে বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রানিং স্টাফদের কর্মবিরতি চলাকালে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের মূলহোতা সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সুমনকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতের প্রেরণ করার কথা রয়েছে। 

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল আহমেদ জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম।