পাবনার চাটমোহরে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত তিনজনকে ৩৩ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী তাদের এই দণ্ডাদেশ দেন।
অভিযুক্তরা হলেন- পরীক্ষার কেন্দ্র সচিব ও উপজেলার রামচন্দ্রপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মওলানা মো. আব্দুর রাজ্জাক, বরদানগর আব্বাসিয়া দাখিল মাদরাসার সুপার মওলানা মো. সাইদুল ইসলাম ও সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মওলানা মো. মোসলেম উদ্দিন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, পরীক্ষার শুরুতেই পরীক্ষা কেন্দ্রের দুইটি কক্ষে একই সেটের ওএমআর শিট পরীক্ষার্থীদের সরবরাহ করা হয়। পরিদর্শনে গিয়ে সন্দেহ হলে তদন্ত করে ঘটনার সত্যতা মেলে এবং এই অনিয়ম ধরা পড়ে।
তিনি জানান, একই কক্ষে পরীক্ষার্থীদের ভিন্ন ভিন্ন ওএমআর শিট দেওয়ার নিয়ম। এছাড়া সব পরীক্ষার্থী একই সেটের প্রশ্নের উত্তর দিচ্ছিল। এ কারণেই কেন্দ্র সচিবসহ তিনজনকে পরিক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।