পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপির ২ প্রার্থী আহত 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ এএম

পাবনায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির দুই প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। প্রার্থীরা হলেন- পাবনা-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-৪ আসনের প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব বাড়ি ফিরেছেন।

আহত অন্য তিনজনের মধ্যে শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ও বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন রইচ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আর মাইক্রোবাস চালক শফিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, বিকালে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপি ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাস এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবসহ নেতাকর্মীরা। সেখান থেকে ফেরার পথে একদন্তে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবের নির্বাচনি একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন তারা। তখন তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহতাবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এ ছাড়া, একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

HN