গুরুদাসপুরে ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে প্রতারণা

নাটোরের গুরুদাসপুরে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) কর্মকর্তা সেজে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় এক প্রতারককে হাতে-নাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রোববার (৩ আগস্ট) রাতে এনএসআই-এর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং তাদের সরাসরি অংশগ্রহণে সেনাবাহিনী ও গুরুদাসপুর থানা পুলিশের যৌথ অভিযানে মডেল মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত নাজমুল হোসেন (৩০) গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লার পশু চিকিৎসক মো. মকবুল হোসেনের ছেলে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন জানান, নাজমুল হোসেন নিজেকে এনএসআই-এর মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া দুদক চিঠি তৈরি করে নাটোর জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে গুরুদাসপুর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গত ৩ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে খাদ্য গুদাম পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

বিষয়টি জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তারা জেলা প্রশাসককে অবহিত করলে তিনি নিশ্চিত করেন যে চিঠিটি সম্পূর্ণ ভুয়া। এরপর অভিযুক্তকে হাতে-নাতে ধরার জন্য পরিকল্পনা করা হয়। রোববার রাত ৮টার দিকে চাঁদার অর্থ নেওয়ার জন্য মডেল মসজিদের সামনে উপস্থিত হতে বললে সেনাবাহিনী, থানা পুলিশ ও এনএসআই সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল হক খন্দকার, সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা।