নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। সোমবার (৪ আগস্ট) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগ এই মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হক, সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।
এর আগে, নওগাঁ শহরের এটিম মাঠ থেকে এক শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলার আয়োজক কর্তৃপক্ষ জানায়, মেলায় ৪২টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারীসহ বিভিন্ন গাছের সমারোহ রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকেরাত ৮টা পর্যন্ত স্টল খোলা থাকবে।