চাটমোহরে পাটের ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি

পাবনার চাটমোহরে এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। এতে বাজারে পাটের ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। অনুকূল আবহাওয়া, উন্নত বীজ ব্যবহার ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে পাটের ভালো ফলন হয়েছে বলে জানা গেছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা ব্যস্ত সময় পার করছেন পাট কাটা, জাগ দেওয়া ও শুকানোর কাজে। মাঠের পর মাঠ সোনালি আঁশ রোদ পোহাচ্ছে।

কৃষকরা জানান, গত বছরের তুলনায় এ বছর পাটের ফলন অনেক ভালো হয়েছে। একই সাথে বাজারে প্রতি মণ পাট ৩০০০-৩৮০০ টাকা দরে বিক্রি হওয়ায় তারা অত্যন্ত খুশি। এতে উৎপাদন খরচ মিটিয়েও ভালো লাভ থাকছে।

চাটমোহর কৃষি অফিস সূত্র জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ৮৭২০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে দেশী ১৩৫ হেক্টর, তোষা ৮৪৪৫ হেক্টর ও মেসতা ১৪০ হেক্টর। গত বছর চাটমোহরে ৮১০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষ হয়েছিল। গত বছরের চেয়ে এ বছর ৬২০ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে।

হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামের কৃষক আবদুর আলীম বলেন, গত কয়েক বছর পাটের দাম ভালো ছিল না। কিন্তু এ বছর ফলন ভালো হয়েছে, দামও অনেক বেশি। এতে আমরা খুব খুশি। আগামী বছর আরও বেশি জমিতে পাট লাগানোর ইচ্ছা আছে।

আরেক কৃষক জহুরুল মন্ডল বলেন, উপজেলার বিভিন্ন স্থানে পাট কেনাবেচার হাট বসেছে। ব্যাপারীরা সরাসরি এসে পাট কিনে নিয়ে যাচ্ছে। এতে আমাদের আর দূরে গিয়ে পাট বিক্রি করতে হচ্ছে না।

নিমাইচড়া ইউনিয়নের কৃষক বাহের আলী বলেন, এ বছর ৫/৬ বিঘা জমিতে পাট চাষ করেছেন তিনি। চাষ, বীজ, সার, ২ দফা আগাছা পরিষ্কার, কাটা, পঁচানো, আঁশ ছড়ানোসহ এক বিঘা জমিতে পাট চাষে ১১-১২ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে কিছু জমির পাট কেটে, পঁচিয়ে, আঁশ ছড়িয়ে, শুকানোর কাজ করছেন তিনি। আশা করছেন, গড়ে ৭/৮ মন হারে ফলন পাবেন তিনি। দামে তিনি খুশি। 

হান্ডিয়াল ইউনিয়নের পাট ব্যবসায়ী রায়হান আলী জানান, এক সপ্তাহ পূর্বেও সাড়ে ৩ হাজার টাকা মণ দরে পাট বিক্রি হয়েছে। বর্তমান তোষা ও মেসতা পাট ৩ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। 

নওগাঁ হাটের ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং মানসম্মত পাট উৎপাদন হওয়ায় দাম ভালো পাওয়া যাচ্ছে। তারা আশা করছেন, এই ধারা অব্যাহত থাকবে।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ এম মাসুম বিল্লাহ বলেন, চাটমোহরের মাটি পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ বছর কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও আমাদের দিকনির্দেশনায় পাটের ফলন আশাতীত হয়েছে। কৃষকদের এই সাফল্য আমাদেরকেও অনুপ্রাণিত করেছে। আশা করি, ভবিষ্যতে কৃষকরা আরও লাভবান হবেন।

সব মিলিয়ে চাটমোহরে পাটের ভালো ফলন এবং ন্যায্য দাম কৃষকদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। এটি শুধু কৃষকদের আর্থিক সচ্ছলতা আনছে না, বরং গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করছে।