চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মা নদীর পানি। বর্তমানে এ অঞ্চলে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৬টা থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পদ্মার পানি ১ সেন্টিমিটার কমেছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টা থেকে আজ সকাল পর্যন্ত মোট ২ সেন্টিমিটার পানি কমে যায়।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির সমতল দাঁড়িয়েছে ২১.৭২ মিটার, যা বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচে রয়েছে।
এর আগে, টানা ৭ দিন পানি বাড়ার ফলে সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ১১ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং প্রায় ২ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়।
প্রকৌশলী আহসান হাবীব আশা প্রকাশ করে বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় প্লাবিত এলাকাগুলো থেকে দ্রুত পানি নেমে যাবে। তবে বিপর্যস্ত এলাকাগুলোতে এখনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট রয়েছে। বিশেষ করে পদ্মা তীরবর্তী চরাঞ্চলের মানুষ মানবিক সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। শিগগিরই তাদের খাবার, ওষুধ ও বাসস্থানের ব্যবস্থা করা হবে। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।