নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
তারা হলো- ওই গ্রামের আজিজুর রহমানের ছয় বছর বয়সী ছেলে আরাফাত এবং সিরাজুল ইসলামের চার বছর বয়সী ছেলে নাইম। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, বিকেলে স্থানীয় শিশুদের সাথে বাড়ির পাশেই খেলাধুলা করছিল ওই দুই শিশু। কিছুপর তাদের সেখানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের সন্ধান শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আরাফাতের লাশ ভাসতে দেখা যায়। গ্রামবাসী পুকুর থেকে আরাফাতের লাশ উদ্ধার করে। তার কিছুপর ওই পুকুর থেকে নাইমের লাশও উদ্ধার করা হয়।