সিরাজগঞ্জের কামারখন্দে র্যাব দেখে পুকুরে ঝাঁপ দেওয়ায় পর পানিতে ডুবে শাওন রেজা (২২) নামের এক মাদক কারবারির মৃত্যু হয়েছে।
নিহত শাওন রেজা কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, র্যাব-১২ এর সদস্যরা রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর গ্রামে মাদক উদ্ধারের জন্য আসেন। স্থানীয়দের সাথে কথা বলার একপর্যায়ে র্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন শাওন। এ সময় বাড়ির পাশে পুকুরে ঝাঁপ দিলে তিনি তলিয়ে যান। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কামারখন্দ থানায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য আইনের এক মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন শাওন রেজা।
কামারখন্দ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক মমিন উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, কামারখন্দে র্যাবের কোনো অভিযান ছিল না। র্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। মূলত তাদের দেখে ভয়ে ওই যুবক নদীতে ঝাঁপ দেয়। পরে পানিতে ডুবে ওই যুবক মারা গেছে।