সিংড়ায় নির্যাতনের শিকার গৃহবধূ, স্বামী আটক

নাটোরের সিংড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কাশিম উদ্দিনকে (৩২) আটক করেছে র‌্যাব-৫।

আটককৃত কাশিম উদ্দিন সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।
 
​বুধবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
​র‌্যাব জানায়, ১৪ বছর আগে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে কাশিম উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন কাশিম। গত ১০ সেপ্টেম্বর আবারও যৌতুকের জন্য ওই গৃহবধূকে মারধর করেন তিনি।
এ সময় রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত একটি স্টিলের ধারালো পাট্টা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
 
​পরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই অভিযুক্ত কাশিমকে গ্রেপ্তার করা হয়। 
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।