এক মিনিটের বাঁশিতেই বদলে যায় পুরো বাজারের চিত্র

এক মিনিটের বাঁশিতেই বদলে যায় পুরো বাজারের চিত্র। নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে প্রতিদিন এমনই এক অনন্য দৃশ্য দেখা যায়। নামাজের সময় হলে মুসলিম দোকানদারদের সঙ্গে হিন্দু দোকানদাররাও বন্ধ করে দেন তাদের ব্যবসা।

সন্ধ্যা ঘনিয়ে আসছে, ক্রেতার ভিড়ে সরগরম চাঁদপুর বাজার। হঠাৎই বাজারে ভেসে ওঠে বাঁশির শব্দ। বাজার কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম (নুরু) বাজালেন সেই বাঁশি, যা নামাজের আগাম সংকেত।

তিনি জানান, আমরা বাঁশি বাজালেই সবাই দোকান বন্ধ করে দেয়। এতে করে নামাজে কেউ বাদ পড়ে না, আর বাজারেও একটা শৃঙ্খলা বজায় থাকে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই উদ্যোগে নামাজ আদায়ে সুবিধা হচ্ছে। দোকান বন্ধ থাকায় সবাই মনোযোগ দিয়ে ধর্মীয় কাজ সম্পন্ন করতে পারেন।

একজন হিন্দু ব্যবসায়ী বলেন, মুসলিম ভাইয়েরা নামাজ পড়েন, আমরাও তখন দোকান বন্ধ রাখি। আমাদেরও ধর্মীয় কাজ করার সুযোগ হয়। এটা এখন বাজারের একটি সুন্দর প্রথায় পরিণত হয়েছে।

চাঁদপুর বাজারের এই নিয়ম শুধু ধর্মীয় চর্চাই নয়, বরং হিন্দু-মুসলিম সম্প্রীতিরও উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয়রা বলছেন, এক মিনিটের বাঁশি কেবল নামাজের ডাক নয়, বরং মিলন ও সহাবস্থানের প্রতীক।