পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ডা. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি সাদেকুর রহমানসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে বহু মানুষ শহীদ ও আহত হলেও এ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার জন্য তৎপর।
তাদের দাবি, আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। সেই সাথে জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানান জামায়াত নেতারা।