ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল বিকেল ৫টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী সেখের ছেলে বাবু শেখ (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় চলন্ত প্রাইভেটকার থামিয়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে তাদের মালামাল লুট নিয়ে যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় চলন্ত প্রাইভেটকার থামিয়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে তাদের মালামাল লুট নিয়ে যায়।
ডাকাতির ঘটনার ১ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় রোববার (৫ অক্টোবর) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এস.আই) রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১।
পরে র্যাব-১২ এর সদস্যরা সোমবার বিকেল ৫টায় সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধভাবে ২ জনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গ্রেপ্তার আসামি মো. বাবু শেখের বিরুদ্ধে ডাকাতির অপরাধে ১৫টি মামলা এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আসামিদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তার আসামি মো. বাবু শেখের বিরুদ্ধে ডাকাতির অপরাধে ১৫টি মামলা এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আসামিদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।