বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
 
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়।
 
 
পরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের উদ্দেশ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে বিভিন্ন ধরনের কৌশল প্রদর্শন করে দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম।
 
 
উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়ের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ফজলুর রহমান এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।