খবর সংযোগ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সুমনের পাশে ইউএনও

গত শনিবার (১১ অক্টোবর) দৈনিক খবর সংযোগ পত্রিকায় ‘ক্যান্সার আক্রান্ত রাবি শিক্ষার্থী সুমন বাঁচতে চান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নজরে এলে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সুমনের চিকিৎসার সহায়তার জন্য তার বাবার হাতে তিনি সহযোগিতার চেক তুলে দেন।
 
সুমন নাটোরের গুরুদাসপুর উপজেলার চরপিপলা গ্রামের আজহার হোসেনের একমাত্র ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ষ্টাডিজ বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী।
 
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন- গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মিলন মিয়াসহ. খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
এ সংবাদ প্রকাশের পর আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলাম, বিবেক ফাউন্ডেশন, নাটোর জেলা সমিতি ঢাকাসহ বিভিন্ন সামাজিক, সংগঠন চিকিৎসা সহায়তা প্রদান করেছেন। এছাড়াও ব্যক্তি, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
 
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ অসুস্থ সুমনের খোঁজ-খবর নিয়ে সুস্থ্যতা কামনা করে বলেন, যেকোন মানবিক সহায়তায় উপজেলা প্রশাসন পাশে থাকবে। আগামীতে আর্থিক সহযোগিতার বাইরে অন্যান্য সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
 
এ সময় সুমনের পিতা আজহার হোসেন দ্রুততম সময়ে উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতার জন্য ইউএনও ফাহমিদা আফরোজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
তিনি আরো জানান, ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ছেলেকে বাঁচাতে তিনি সুহৃদ, দানবীর ও মানবিক মানুষের সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-দেলোয়ার হোসেন, অগ্রণী ব্যাংক  চাঁচকৈড় বাজার শাখা এ্যকাউন্ট নম্বর-০২০০০২২০৮১১৫৮। বিকাশ ০১৭৬৪৯০৩০১১।