দাদাকে হত্যার পর থানায় আত্মসমর্পণ নেশাগ্রস্ত না‌তির

বগুড়ার শেরপু‌রে নেশার টাকা না পেয়ে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন নাতি।
 
রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টায় উপ‌জেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতের নাম সাবান আলী ফকির (৬৫)। তি‌নি ওই গ্রা‌মের মৃত নবির আলী ফকিরের ছেলে। অভিযুক্ত নাতির নাম আশিক হোসেন রানা (২৬), সে ওই গ্রামের আবু সাইদ সাইফুলের ছেলে। 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত নাতি আশিক হোসেন ওরফে রানা দীর্ঘদিন ধরেই নেশার জন্য পরিবারের কাছে জোর ক‌রে টাকা নি‌য়ে নেশা কর‌তো। আজ সকালেও সে তার দাদা সাবান আলী ফকিরের কাছে টাকা চায়। টাকা দিতে না চাওয়ায় আশিক ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে লাঠি দিয়ে তার দাদা‌র মাথায় আঘাত করে।
এতে সাবান আলী ফকির ঘটনাস্থলেই মারাত্মক জখম হন এবং তার মৃত্যু হয়। দাদাকে হত্যার পর অভিযুক্ত নাতি আশিক হোসেন রানা পালিয়ে না গিয়ে নিজেই শেরপুর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ জানায়,​ অভিযুক্ত আশিক হোসেন রানা নেশা করতে করতে ভারসাম্যহীন হয়ে পড়েছে এবং পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটিয়েছে।

শেরপুর থানার ও‌সি এস এম মঈনুদ্দিন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার মামলা কর‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।