নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে।
উপকারভোগীদের অভিযোগ, প্রতি কেজি ১৫ টাকা দরে ৪৫০ টাকা দিয়ে ৩০ কেজি চালের পরিবর্তে পাচ্ছেন মাত্র ২৫ থেকে ২৭ কেজি।
বুধবার (১৯ নভেম্বর) সকালে বেশ কয়েকজন উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ৪৫০ টাকায় আমাদের ৩০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু মোহরকয়া বাজারের ডিলার বশির উদ্দিন আমাদের ৩-৫ কেজি করে চাল কম দিচ্ছেন। এ অনিয়মের সঠিক তদন্ত হওয়া উচিত।
অভিযোগের বিষয়ে ডিলার বশির উদ্দিন বলেন, আমি খাদ্য অফিস থেকে চাল ওজন করে নিইনি। আবার বিতরণের সময়ও ওজন করে দিইনি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।