ভারতে অনুপ্রবেশের সময় আটক ৭

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান। এর আগে বুধবার ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দর গ্রামের আব্দুল আজিজের ছেলে মানবপাচারকারী চক্রের সদস্য মোশারফ (৩০), বীরগঞ্জ উপজেলার বুড়িরহাট গ্রামের শ্রী রবীন্দ্রনাথ সেনের ছেলে পলাশ চন্দ্র সেন ( ৩৩), তার স্ত্রী প্রিয়াঙ্কা রানী (২৫) এবং শিশুপুত্র  ধ্রুব চন্দ্র সেন (৭), বিরল উপজেলার কালিয়াগঞ্জ গোবিন্দপুর গ্রামের জয়দেব মহন্তের স্ত্রী শম্পা রানী (২২), তার শিশু কন্য জবা রানী (৬) ও ঋতু রানী (৩)।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মানবপাচারকারী এবং পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হবে।