রংপুরে নির্যাতনে গৃহবধুর মৃত্যু, থানায় মামলা

রংপুরের বদরগঞ্জ উপজেলার শিবপুরে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পরেই স্বামী  পলাতক রয়েছেন। নির্যাতনে মৃত্যুর দাবি করেছে গৃহবধুর পরিবারের। রংপুরের বদরগঞ্জ উপজেলার শিবপুর ডারারপাড় গ্রাম ঘটনাটি ঘটেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলা ডারারপাড় গ্রামের রশিদুল ইসলামের নির্যাতনে স্ত্রী মোছাঃ আঞ্জুয়ারা (৩৮) বেগম মারা গেছেন এমনটা দাবি করেছেন নিহতের স্বজনরা।

ইউপি সদস্য রেজাউল করিম বলেন, কদিন আগে পারিবারিক বিবাদের কারণে বাবার বাড়ি চলে যান আঞ্জুয়ারা। কিছু দিন পরে আবারও স্বামীর বাড়িতে আসেন। আবারও তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে স্বামী রশিদুল। সেই মারধরের কারণে আঞ্জুয়ারা মারা গেছেন।

তিনি আরও জানান, নির্যাতনের পরে মেরে বস্তার ভেতরে ঢুকে ঘরের বক্সের মধ্যে ভোর পর্যন্ত রেখে দেন স্বামী রশিদুল। ঘটনার পরেই রশিদুল বাড়ি থেকে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, সকালে এমন ঘটনা জানার পরেই বদরগঞ্জ থানায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করে এবং বক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত ইন্সপেক্টর) নুরুল আমিন সরকার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আঞ্জুয়ারা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ওই মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।