সাতক্ষীরায় টমেটো ক্ষেত থেকে ফসল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক ও এক ঘের মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিয়াল ও ইঁদুর মারার জন্য নিজের পাতা বিদ্যুতের ফাঁদই শেষ পর্যন্ত নিজের ও প্রতিবেশীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং শিয়ালডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম তাঁর টমেটো ক্ষেতকে বন্য প্রাণীর হাত থেকে রক্ষা করতে চারদিকে জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে তিনি ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত সেই তারে জড়িয়ে যান। তার চিৎকার শুনে পাশের ঘের মালিক আব্দুর রহিম তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিজের পাতা ফাঁদে মনিরুল বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাঁকে বাঁচাতে গিয়ে আব্দুর রহিমও প্রাণ হারান। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

