উত্তরের জেলা পঞ্চগড়ে টানা ৯ দিন সর্বনিম্নে পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে কনকনে শীতে কাঁপছে জেলার মানুষ। মেঘমুক্ত আকাশে কুয়াশা না থাকায় ও ঝলমলে রোদের কারণে স্বস্তি রয়েছেন কর্মজীবীরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় হানিফ আলী ও জহুর আলী জানান, সকাল সকাল কাজে যেতে হয়। এই সময়টা হাঁড়কাপানো শীত অনুভব হয়। তবে রোদ উঠায় কাজে যেতে অসুবিধা হচ্ছে না। কিন্তু দিনে গরম হলে রাতে তীব্র শীত থাকে।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, গতদিনের চেয়ে আজকে তাপমাত্রা সামান্য বেড়েছে। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ভোর ৬টায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৪ ডিসেম্বর সকাল ৯টায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে।