অগ্রহায়ণের উত্তরের জেলা পঞ্চগড় শীতের প্রকোপ বেড়েছে। গত দুই দিন থেকে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গত রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় ১১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।
কুয়াশা না থাকলেও কনকনে শীত পড়ছে। তবে এ শীত উপেক্ষা করেই কাজে বেরিয়েছেন নিম্ন আয়ের মানুষ।
কয়েকজন ভ্যানচালক জানান, প্রচণ্ড ঠান্ডা। ভ্যান চালাতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে। কিন্তু কিছু করার নেই, পরিবারের তো মৌলিক চাহিদা পূরণ করতে হয়। শীতে কামাই (আয়) কমে যাচ্ছে।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, আবার তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে এসেছে। সকালে ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোরে দেখা গেছে সূর্য। গত রোববার সকাল ৯টায় ১১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।