টানা তিনদিন ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে উত্তরে জেলা পঞ্চগড়। কুয়াশার পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে শিশির। দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেলের পর থেকে বাড়ছে শীত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ভোর ৬টায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, বুধবার (১ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, ভোর থেকেই ঘন কুয়াশা ঢাকা পড়েছে এ জেলার প্রকৃতি। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ভোর ৬টায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কমে আসা ও বাতাসের আদ্রতা ৯৯ ভাগ হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে বলে জানান এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এদিকে, তীব্র শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগ। প্রতিদিন সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভিড় করছেন। তাই চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।