তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে শীত। বাড়ছে ঠান্ডাজনিত রোগ। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। সকাল ৯টার পর কুয়াশা ভেদ করে উঁকি দেয় সূর্য। আজও এই অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ; প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮-৯ কিলোমিটার। 

এর আগে, গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সকালে দেখা মিলেছিল সূর্যের। দিনভর হালকা রোদ থাকায় বিকেলে তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, টানা দুইদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। এ এলাকার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশ মেঘমুক্ত থাকলেও ঘন কুয়াশার সঙ্গে হিমালয়ের হিম বায়ু সরাসরি তেঁতুলিয়ায় প্রবেশ করায় এখানে রাতভর কনকনে শীত অনুভূত হচ্ছে।