তেঁতুলিয়ায় হাড়কাঁপানো শীত: তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ এএম

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট বেড়েই চলেছে। টানা কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পর তা এখন এক অঙ্কের ঘরে নেমে এসেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে পুরো জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। যদিও আকাশে ঘন কুয়াশা নেই, তবুও হিমেল বাতাসের কারণে সূর্যের তাপে কাঙ্ক্ষিত উষ্ণতা মিলছে না। ফলে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

এর আগের দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ঘেঁষা এই জনপদে উত্তুরে ঠান্ডা বাতাস এবং দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্যের কারণে শীতের তীব্রতা কয়েকগুণ বেড়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই তাদের কাজে বের হতে হচ্ছে। গ্রামের রাস্তাঘাট, বাড়ির আঙিনা কিংবা চায়ের দোকানের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও বৃহস্পতিবার থেকে তা কমতে শুরু করেছে। বর্তমানে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

 

DR/AHA