সীমান্তে মালিক বিহীন ৪ লাখ টাকার মাদক উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে মালিক বিহীন ৪ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৮ আগস্ট) ভোরে সীমান্তের মেইন পিলার ২৮৫/৪ এস থেকে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বাসুদেবপুর গ্রামে অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়।

হিলি সিপি বিওপি টহল কমান্ডার সুবেদার আব্দুস সাত্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বাসুদেবপুর গ্রামে ওত পেতে থাকে বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

পরে সেখান থেকে ২৪৭০ পিচ নেশা জাতীয় ইঞ্জেকশন, ফেনসিডিলের ৬৭টি বোতল, মদ ৪ প্যাকেট, ১২০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬ হাজার টাকা। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।