বাংলাবান্ধা সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ৫ নারীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করেছে় বিএসএফ।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম ও  ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া।

আটককৃত নারীরা হলেন- জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও লাবনী আক্তার (৩০)। তাদের মধ্যে জেসমিন সুলতানা ও পারভীন খাতুন বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া এলাকার, শিরিনা পারভীন মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার, আমিনা আক্তার নওগাঁ বদলগাছি এলাকার ও লাবনী আক্তার বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার।

জানা যায়, তারা এক বছর আগে অবৈধভাবে যশোর ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বাসা-বাড়ি ও পার্লারের কাজ করছিলেন। গত ১৬ মে গুজরাট এলাকায় ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। ১৭ মে তাদের মহারাষ্ট্রের পালঘরের একটি মহিলা আশ্রয়কেন্দ্রে রাখা হয়। ১৭ আগস্ট সেখান থেকে ট্রেনে করে শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে আনার পর গতকাল দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
 
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজির হোসেন বলেন, আজ দুপুরের পর ৫ নারীকে বিজিবি থানায় নিয়ে আসে।

এদিকে তাদের পরিবারের সদস্যরা আগেই থানায় জিডি করে রাখায় এবং তেঁতুলিয়া মডেল থানায় উপস্থিত থাকায় নিজ নিজ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।