মেহেরপুরের কাথুলী-কুতুবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া কৃষক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কাথুলী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৩৩ এর ৩নং সাব পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি কাথুলী কোম্পানী কমাণ্ডার জানান, ইকবালকে আটকের পর থেকেই বিএসএফ-এর সাথে যোগাযোগ চলছিল। পরে গভীর রাতে সীমান্তের ১৩৩ মেইন পিলারের ৩নং সাব পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কাথুলী কোম্পানী কমাণ্ডার সুবেদার মিজানুর রহমান এবং ৫৬ বিএসএফ এর রাউদবাড়ি ক্যাম্প কমাণ্ডার এসি আনোছ কুমার উভয় দেশের নেতৃত্বে ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে সীমান্ত আইন, চোরাচালান প্রতিরোধ এবং শৃংখলা বজার রাখার বিষয়ে আলোচনা হয়। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একমত পোষণ করেন উভয়পক্ষের কমান্ডাররা।
বিজিবি কাথুলী কোম্পানী কমাণ্ডার সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। সীমান্ত আইন লঙ্ঘণ করে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, বিজিবির দায়েরকৃত মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে কাথুলী-কুতুবপুর সীমান্তে ঘাস কাটতে ভারতীয় সীমানায় প্রবেশ করে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের কৃষক ইকবাল হোসেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে ধরে বেধড়ক মারপিট করে ক্যাম্পে নিয়ে যায় বলে অভিযোগ করে তার পরিবার।
বাংলাবান্ধা সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ