দিনাজপুরের বিরল উপজেলায় ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত ‘জীবনমহল’ নামে একটি বিনোদন পার্কে। এ সময় বিক্ষুব্ধরা পার্কে থাকা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।
তৌহিদী জনতার পক্ষে হাফিজুর রহমান দাবি করেন, ‘জীবনমহল পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ এবং দরবার শরিফের নামে ইসলামবিরোধী কাজ চলছে। এসবের প্রতিবাদ জানাতেই আমরা সমাবেশে গিয়েছিলাম।’
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, ‘কয়েক দিন আগে এই পার্কে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসন অভিযান চালায়। তখন মামলা এবং জরিমানাও করা হয়। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, গত সপ্তাহে বিরল মডেল মসজিদে তৌহিদী জনতা একটি সভার মাধ্যমে পার্কের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়। একই সময় পার্ক কর্তৃপক্ষও পাল্টা প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দেয়। এই কর্মসূচিগুলোর জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তা সহিংসতায় রূপ নেয়।
পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।