ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৯৫ হাজার ইয়াবাসহ কক্সবাজারে আটক ২

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩৪ এএম

কক্সবাজারের রামুতে ৯৫ হাজার ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রাজারকূল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব ইয়াবা ও মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি হলেন, রামু অফিসেরচর এলাকার মরহুম ফরুখ আহমদ সিকদারের ছেলে মো: ফরিদুল আলম সিকদার (৫৫), রামু ঘোনারপাড়া এলাকার মরহুম বজল আহমেদের ছেলে রায়হান উদ্দিন (৩০)। 

র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) আ ম ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  ৯৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক  ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

HN
আরও পড়ুন