গ্রাম আদালত পরিচালনায় বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ দিনাজপুর জেলার মোট ১০৩টি ইউনিয়নের মধ্যে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি জেলার ১৩টি উপজেলার মধ্যে সামগ্রিকভাবে দক্ষতা, মনিটরিং ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ঘোড়াঘাট উপজেলা প্রশাসন দ্বিতীয় স্থান লাভ করে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বার্ষিক অগ্রগতি মূল্যায়ন সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন পুরস্কার গ্রহণ করেন।
প্রথম স্থান অর্জন করে নবাবগঞ্জ উপজেলা ও ওই উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এবং তৃতীয় স্থান লাভ করে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়ন পরিষদ।
উল্লেখ্য, সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা এবং জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ এ স্বীকৃতি অর্জনে সহায়ক হয়েছে বলে জানিয়েছেন উপজেলার সচেতন মহল।