গ্রাম আদালত পরিচালনায় জেলায় দ্বিতীয় ঘোড়াঘাট

গ্রাম আদালত পরিচালনায় বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ দিনাজপুর জেলার মোট ১০৩টি ইউনিয়নের মধ্যে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ দ্বিতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি জেলার ১৩টি উপজেলার মধ্যে সামগ্রিকভাবে দক্ষতা, মনিটরিং ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ঘোড়াঘাট উপজেলা প্রশাসন দ্বিতীয় স্থান লাভ করে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বার্ষিক অগ্রগতি মূল্যায়ন সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন পুরস্কার গ্রহণ করেন।

প্রথম স্থান অর্জন করে নবাবগঞ্জ উপজেলা ও ওই উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এবং তৃতীয় স্থান লাভ করে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়ন পরিষদ।

উল্লেখ্য, সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা এবং জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ এ স্বীকৃতি অর্জনে সহায়ক হয়েছে বলে জানিয়েছেন উপজেলার সচেতন মহল।