ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে বহিস্কার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক (২৮) দল থেকে বহিষ্কারাদেশ পেয়েছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে তার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর রোববার (৫ অক্টোবর) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত পত্রে এনামুল হককে বহিষ্কারাদেশ দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন।

এতে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। 

নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি ঝোপের মধ্যে সঙ্গীয়দের সাথে বসে ছাত্রদল নেতা এনামুল হক গাঁজা সেবন করছে।

এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা এলামুল হকের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজী নন বলে জানান।