‘প্রকৃতির বিশুদ্ধ অক্সিজেনে বাঁচুক প্রাণ’ এমন পরিকল্পনা নিয়ে বিনামূল্যে গাছ বিতরণ করে সাইফুল প্রযুক্তি নার্সারি। গত ২৫ বছরের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তঘেঁষা প্রাথমিক বিদ্যালয় ফুটকিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমএ আকাশ। এ সময় উপস্থিত ছিলেন- আব্দুল হাকিম ও আব্দুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আকতার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. মজিদ রবি ও মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুস্তাক আল মাহমুদ ও নার্সারির কর্ণধার সাইফুল ইসলাম।
গাছ বিতরণ করা হয় ফুটকিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়েও। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেনুরা আকতার বানুর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম উপস্থিত থেকে প্রায় ২ শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে জনপ্রতি শিক্ষার্থীকে ৪টি করে চারা বিতরণ করা হয়। এভাবে ভিন্ন ভিন্ন এক হাজার চারা গাছ বিতরণ করা হয়।
আয়োজক সাইফুল ইসলাম জানান, নার্সারিটির প্রতিষ্ঠাতা মরহুম হোসেন আলী ছিলেন আমার বাবা। ২৫ বছর আগে তিনি বিনামূল্যে গাছ বিতরণ চালু করেছিলেন। বাবা খুবই শিক্ষানুরাগী ও প্রকৃতিপ্রেমী ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে গাছের চারা উৎপাদন করতেন। এ উৎপাদিত চারা থেকে প্রতি বছর শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে গাছের চারা বিলাতেন।
তারই ধারাবাহিকতায় বাবার এ কার্যক্রম অব্যাহত রেখে প্রতিবছর ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করছি। এই এক হাজার চারার মধ্যে যদি ১০০ চারা বেঁচে যায়, তবুও আমাদের পরিশ্রম স্বার্থক। আমাদের জীবনে ও প্রকৃতির প্রয়োজনে গাছের ভূমিকা ও অবদান সীমাহীন। গাছের চারা গুলোর যত্ন নিতে হবে। একটি গাছ একটি ভাল স্মৃতি, স্মৃতিগুলো জেগে থাকুক।