গাইবান্ধার সাদুল্লাপুরে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণসহ জেলায় অব্যাহত খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে পৃথক দুটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের রেলগেটে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে ও ডিবি রোডে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক নিশাত পারভীন বর্না, নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য রাহেলা সিদ্দিকা ও আফরোজা সুলতানাসহ অন্যরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের রেলগেটে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে ও ডিবি রোডে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক নিশাত পারভীন বর্না, নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য রাহেলা সিদ্দিকা ও আফরোজা সুলতানাসহ অন্যরা।
বক্তারা বলেন, গাইবান্ধায় একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে শিশু ও নারী নির্যাতনের ঘটনাই বেশি। ধর্ষকদের কবল থেকে রক্ষা পায়নি সাদুল্লাপুরের একজন বৃদ্ধাও।
জেলায় খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বেড়েই চলছে। এ অবস্থায় জেলার দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।
জেলায় খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বেড়েই চলছে। এ অবস্থায় জেলার দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।