ফুলে সজ্জিত গাড়িতে করে প্রিয় শিক্ষককে রাজকীয়ভাবে বিদায় জানিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১০ নভেম্বর) দিনভর নানা আনুষ্ঠানিকতা, বেদনা ও ভালোবাসায় ভরা ওই আবেগঘন দৃশ্য দেখা গেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে।
বিদ্যালয়ের দীর্ঘদিনের সহকারী শিক্ষক মো. আব্দুল জলিল গতকাল অবসরে যান। প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনদের অংশগ্রহণে অনুষ্ঠানের পরিবেশ ছিল গভীর আবেগে ভরা।
অনুষ্ঠান শেষে স্কাউটসের শিক্ষার্থীরা ফুলে সজ্জিত গাড়িতে যথাযোগ্য সম্মানে প্রিয় শিক্ষককে তার বাড়ি পৌঁছে দেয়। বিদ্যালয়ের আকাশে-বাতাসে ছড়িয়ে পড়ে শ্রদ্ধা, ভালোবাসা ও বিদায়ের বেদনা। সকলের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে শিক্ষাক্ষেত্রে ৪০ বছরের দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটান নিবেদিতপ্রাণ এই শিক্ষক।
১৯৮৫ সালে তিনি মহিষখোঁচা বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন।
সহকর্মী অন্যান্য শিক্ষকবৃন্দ জানান, আব্দুল জলিল স্যার কেবল একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন প্রেরণাদাতা ও দিকনির্দেশক। তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন।
অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষক আব্দুল জলিল বলেন, আমি শিক্ষার্থীদের কখনো শুধু ছাত্র হিসেবে দেখিনি বরং নিজের সন্তানের মতোই যত্ন নিয়েছি, শাসন করেছি। সহকর্মীরাও আমার পরিবারের সদস্যের মতো ছিলেন। তাদের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে মনে হচ্ছে আমার শিক্ষকতা জীবন সার্থক হয়েছে।
বিদায় অনুষ্ঠানটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, ছিল প্রিয় এক শিক্ষকের প্রতি অগণিত শিক্ষার্থীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ।