গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

লালমনিরহাটে সবুজ ও সমতাপূর্ণ বিশ্বের দাবি তরুণদের

প্রায় অর্ধশতাধিক তরুণ জলবায়ুকর্মী এবং তাদের সংগঠনসমূহ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়ে সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বের দাবি জানিয়েছে। জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩০) যখন ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেই সময়েই এই সমাবেশটি অনুষ্ঠিত হলো।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট মিশন মোড়ে আয়োজিত সমাবেশে সমাজের সর্বস্তরের তরুণ জলবায়ু কর্মীরা একত্রিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কাছ থেকে ন্যায়বিচার কেন্দ্রিক পদক্ষেপের দাবি জানান।

তরুণরা বিভিন্ন রঙিন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের জন্য তাদের কণ্ঠকে জোরালো করে তোলে এবং জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের পাশাপাশি সবার জন্য সবুজ, সমতাপূর্ণ, ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ সরিয়ে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ স্থানান্তরের দাবি জানান।

তরুণ জলবায়ু কর্মীদের পাশাপাশি খুলনা, নেত্রকোনা, বান্দরবান, দিনাজপুর,পঞ্চগড়, পটুয়াখালী, ভোলা, রাজশাহী, মানিকগঞ্জ, জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, নোয়াখালী, ঢাকা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, কুড়িগ্রাম, টেকনাফ, চট্টগ্রাম, কক্সবাজারসহ ২৪টিরও বেশি জেলায় গ্লোবাল প্লাটফর্মের সহযোগিতায় এই স্ট্রাইকটি আয়োজিত হয়। সারাদেশের হাজারের বেশি ইয়ুথ এক্টিভিস্টরা ফ্রাইডে ফর ফিউচারের সাথে সংহতি জানিয়ে এই স্ট্রাইকে অংশ নেয়।

তরুণ জলবায়ু অধিকারকর্মী ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন বলেন, জলবায়ু ন্যায়বিচার বর্তমানে সারা বিশ্বের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়বস্তুতে পরিণত হয়ে গেছে, যা ভবিষ্যতের পৃথিবীকে বাসযোগ্য রাখতে অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

অদম্য যুব সংগঠন এর সভাপতি শহীদ ইসলাম সুজন বলেন, বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে বাংলাদেশ জলবায়ু অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে রয়েছে। প্রতি বছর অ্যাকশনএইড বাংলাদেশ, 'ফান্ড আওয়ার ফিউচার' প্রচারণার অধীনে, ফ্রাইডেস ফর ফিউচারের সাথে সংহতি রেখে, ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ব্যবসা বন্ধ এবং নবায়নযোগ্য, সবুজ ও টেকসই জ্বালানি কেন্দ্রিক প্রকল্প ও কার্যক্রমে আরও বেশি বিনিয়োগের লক্ষ্যে দেশজুড়ে হাজারো তরুণ জলবায়ু কর্মীকে একত্রিত করেছে, যা সত্যিই প্রসংশনীয়।