তাহেরীর হলফনামায় কোটি টাকার সম্পদ

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামা থেকে জানা গেছে, তার বাৎসরিক আয় ৮ লাখ ৪০ হাজার ২৯২ টাকা। এর মধ্যে বড় অংশ আসে ব্যবসা ও কৃষিখাত থেকে এবং ব্যাংক মুনাফা হিসেবে পান ২২ হাজার ৮৯২ টাকা।

তাহেরীর স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা। তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজের নামে ৩১ ভরি স্বর্ণ, নগদ ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা।

এ ছাড়া ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ও উপহার সামগ্রী রয়েছে তার। তবে তার স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পদ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। স্থাবর সম্পদ হিসেবে নিজ এলাকায় ২৪৬ শতক জমি রয়েছে তার নামে।

শিক্ষাগত যোগ্যতায় নিজেকে ‘আলিম পাস’ হিসেবে উল্লেখ করেছেন তাহেরী। হলফনামায় তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা রয়েছে; যার মধ্যে দুটি বিচারাধীন এবং একটি চার্জশিটের অপেক্ষায় আছে।

হবিগঞ্জ-৪ আসনে ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটারের বিপরীতে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাহেরীর পাশাপাশি উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির এস এম ফয়সল এবং খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের। এই আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে বেশি। আগামী নির্বাচনে ১৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।