আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) সালমা খাতুন বলেন, ‘ভোট শুধু নাগরিক অধিকার নয়, এটি গণতন্ত্রের প্রতি একটি নৈতিক দায়িত্ব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পূর্ণাঙ্গ হয় না। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে দেশের নীতিনির্ধারণে প্রত্যেক ভোটারকে ভূমিকা রাখতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুপ্তারা ইউনিয়নের প্রশাসক আয়েশা খাতুন।
বক্তারা জানান, ভোটার উপস্থিতি বাড়াতে এবং গণভোটের গুরুত্ব বোঝাতে ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে নারী, নতুন ভোটার ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য কেন্দ্রে যাতায়াত ও ভোটদান সহজ করতে বিশেষ ব্যবস্থা নেবে প্রশাসন।
সভা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সালমা খাতুন উপজেলার চারটি ভোটকেন্দ্র- ছনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর মাদরাসা ও চামুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত প্রস্তুতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ
