গ্যাস সংকটের কারণে গত মার্চ মাসের ১৩ তারিখ থেকে বন্ধ রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি। এতে প্রতিদিন ক্ষতি হচ্ছে ৩ কোটি টাকার ওপরে।
ফেঞ্চুগঞ্জ ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি ব্যবস্থাপনা পরিচালক গোপাল চন্দ্র ঘোষ বলেন, গ্যাস সরবরাহে সংকট থাকার কারণে মার্চ মাসের ১৩ তারিখ থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। এভাবে বন্ধ থাকলে কারখানার বিভিন্ন কেমিক্যাল, যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর কোনো ধরনের ক্ষয়ক্ষতি যেন না হয় সেভাবে রাখার চেষ্টা করি। তাছাড়া আমরা কর্তৃপক্ষের সাথে সবসময় যোগাযোগ রাখছি, তারা বলছেন শিগগিরই গ্যাস সরবরাহ করবে।
প্রতিদিন এ কারখানা থেকে ১ হাজার ৪০০টন ইউরিয়া উৎপাদন করা হয়। দীর্ঘ সময় থেকে বন্ধ থাকার কারণে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের উপর প্রভাব পড়বে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আবু বকর বলেন, গ্যাস সরবরাহ করা হচ্ছে তবে লোডের তুলনায় সে পরিমাণে সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। আশা করছি, ১৭ জুলাইয়ের পর সম্পূর্ণ লোড দেওয়া সম্ভব হবে।