সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে অবৈধভাবে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে সদর উপজেলার ধুপাগোল এলাকা থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। অভিযানে ক্র্যাশার মিলের পাশাপাশি বিভিন্ন বাড়ি থেকেও পাথর জব্দ করা হয়।
জানা গেছে, লুট করা পাথরগুলোর বড় অংশ বিভিন্ন ক্র্যাশার মিলে মজুদ রাখা হয়েছিল। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়লে কিছু পাথর অন্যত্র সরিয়ে ফেলা হয়। এমনকি অনেকেই নিজেদের বাড়ির আঙিনায় বিপুল পরিমাণ পাথর মজুদ করে রেখেছিলেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত বলেন, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এবং সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ২০টির অধিক বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। ক্র্যাশার মিলেও পাথর পাওয়া গেছে। উদ্ধার করা পাথরের সঠিক পরিমাণ নির্ণয় করা হচ্ছে। তবে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর হতে পারে।
তিনি আরও জানান, যাদের বাড়িতে পাথর পাওয়া গেছে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। যদি প্রমাণ মেলে তারা লুটপাটের সঙ্গে জড়িত, তাহলে সবাইকে আইনের আওতায় আনা হবে।