ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে মাছ লুটের অভিযোগ

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পিএম
চট্টগ্রামের বোয়ালখালীতে মাজারের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। 
 
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে শাহ্ সুফি মৌলানা আব্দুল গফুর শাহ্ আল-মাইজভান্ডারী (র.) মাজারে এ ঘটনা ঘটে।
 
পুকুর মালিক শাহজাদা মো. হাসান জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে প্রায় ৭–৮ মণ মাছ মারা গেছে। বিষ প্রয়োগের কারণে পুকুরের সব মাছ ভেসে উঠেছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
জানা গেছে, পুকুরটিতে ৪ বছর আগে জাল দেওয়া হয়েছিল; এরপর থেকে মাছ ধরা হয়নি। এর আগে ২০০৭ সালে একইভাবে দুর্বৃত্তরা পুকুরের মাছ লুট করেছিল।
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
NJ
আরও পড়ুন