৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিযে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে। অভিযানকালে মদ, বিয়ার, বাসমতি চাল ও ফুচকা ছাড়াও বিভিন্ন প্রকার কসমেটিকস ও চোরাচালানী পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ টাকা।
বিজিবি সূত্র জানায়, গত মঙ্গলবার হবিগঞ্জের চুনাররুঘাট-সাতছড়ি রোডের তেলিয়াপাড়া এলাকায় বিজিবি অবস্থান নেয়। এসময় বিপুল পরিমান ভারতীয় কসমেটিকসসহ একটি কাভার্ডভ্যান জব্দ করে।
এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদ এবং মাধবপু উপজেলার তেলিয়াপাড়া বিওপির বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১১ বোতল ভাতীয় বিয়ার ক্যান উদ্ধার করে। অপরদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়িী এবং কাকমারাছড়াস বিওপির পৃথক অভিযানে ২ বোতল ভারতীয় মদ, ফুচকাসহ বিপুলসংখ্যক আতশবাজি জব্দ করে।
৫৫ বিজিবি’র অধিনয়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকা মাদক ও চোরাচালান মুক্ত করতে বিজিবি দৃঢ প্রতিজ্ঞ।