জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর ধানমন্ডিতে সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
পিবিআই-এর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘আহতদের খুঁজে না পাওয়া’ এবং মামলার বাদীর দেওয়া তথ্যে ‘ভুল’ থাকায় আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও আসামিদের তালিকায় রয়েছেন সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত ও জুনাইদ আহমেদ পলকসহ শীর্ষ পর্যায়ের ১১৩ জন নেতা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের সামনে গুলিতে সাহেদ আলীসহ ৯-১০ জন আহত হওয়ার অভিযোগে ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলাটি করেন শরীফ নামে এক ব্যক্তি। তবে পিবিআই তদন্তভার পাওয়ার পর ভুক্তভোগীদের সন্ধানে বিভিন্ন হাসপাতালে চিঠি দিয়েও কোনো তথ্য পায়নি। এমনকি মামলার বাদী শরীফের দেওয়া ঠিকানায় তাকে খুঁজে পাওয়া যায়নি এবং তার জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা গেছে তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা, যেখানে তাকে কেউ চেনে না।
তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভূঞাঁ প্রতিবেদনে উল্লেখ করেন, বাদী সাহেদ আলীকে হাজির করতে বা চিকিৎসার কোনো কাগজপত্র সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন। গত ৫ নভেম্বর ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। আগামী ৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।