ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় ডিবি পুলিশের দেওয়া চার্জশিটের (অভিযোগপত্র) বিরুদ্ধে আদালতে নারাজি (আপত্তি) দাখিল করেছেন মামলার বাদী আবদুল্লাহ আল জাবের।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তিনি এই আবেদন দাখিল করেন।
বাদী আবদুল্লাহ আল জাবের, যিনি ইনকিলাব মঞ্চের সদস্যসচিব, ডিবি পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করে এই নারাজি আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) মামলার বাদী আদালতে হাজির হয়ে চার্জশিট পর্যালোচনার জন্য দুই দিনের সময় আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে আজ ১৫ জানুয়ারি চার্জশিটের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছিলেন।
উল্লেখ্য, হাদি হত্যার বিষয়টি নিয়ে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ডিবির দেওয়া চার্জশিটে প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে কি না এমন সন্দেহ থেকেই বাদীপক্ষ নারাজি দাখিল করেছেন বলে জানা গেছে। আজ দুপুরে আদালতে তিন জন আইনজীবী বাদীর পক্ষে উপস্থিত ছিলেন। আদালত বাদীর আবেদনটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।